প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর শহরের এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের এক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অবৈধ ইনসুলিন পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। ৩১ জানুয়ারি ছায়াবাণী মোড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করার সময় মিলন ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অবৈধ ইনসুলিন পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সহকারী পরিচালক নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। অভিযানে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ টিম সহযোগিতা করে।