প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইফার উদ্যোগে জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন
সামাজিক অবক্ষয় রোধে ইমামের ভূমিকা গুরুত্বপূর্ণ
--------------------জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রতি উপজেলা থেকে ৮ জন করে মনোনীত হয়ে ৬৪ জন অংশ নেন। এদের থেকে লিখিত পরীক্ষা ও সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ৩জনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। তাদের মধ্যে প্রথম হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বিশকাটালী জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ জাফর ইমাম, দ্বিতীয় হয়েছেন হাইমচর উপজেলার পূর্ব কমলাপুর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুস সালাম ও তৃতীয় হয়েছেন চাঁদপুর সদর উপজেলার জেলখানা মসজিদের ইমাম মাওঃ মোঃ কবির উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান । তিনি তাঁর বক্তব্যে বলেন, মসজিদের ইমামগণ সমাজের মধ্যে সম্মানিত। তাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনেন। একজন ইমাম মসজিদকেন্দ্রিক সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দেন। যেখানে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে জুমার সময় বক্তব্য রাখেন ইমাম। সামাজিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আপনার কথার মাধ্যমে যদি একজন মানুষের মধ্যে পরিবর্তন আসে এটাই আপনার সফলতা। যেমন আপনার মসজিদের পাশে একটি খাল ময়লা-আবর্জনা ফেলে কেউ ভরাট করে ফেলছে। ইমাম হিসেবে জুমার আলোচনায় সমস্যা ও সমাধান নিরসন নিয়ে আলোচনা রেখে খালটি উদ্ধারে ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, আশার বিষয় হলো আজ ইমামরা প্রশিক্ষণ লব্ধজ্ঞান কাজে লাগিয়ে আর্থসামজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা জাতীয় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইফার মউশিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা খাজা মোঃ জুবায়ের।
সম্মেলনে ইফার ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কচুয়া মডেল মসজিদের খতিব গোলাম কিবরিয়া। নাতে রাসুল (সাঃ) পরিবেশেন করেন ঘড়িহানা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন ইফার (মউশিক) শিক্ষক সমিতির সভাপতি মাওঃ মোঃ মীর হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমামগণ। অনুষ্ঠানে ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বিগত দিনে যে সকল ইমাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন তাদের মাঝে সনদ এবং চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। ২০২৩-২৪ অর্থ বছরে তিনজনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।