রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জলাবদ্ধতার কারণে ফরিদগঞ্জে ১০ একর জমির আবাদ ব্যাহত

ফরিদগঞ্জ ব্যুরো ॥
জলাবদ্ধতার কারণে ফরিদগঞ্জে ১০ একর জমির আবাদ ব্যাহত

ফরিদগঞ্জে ১০ একর কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে চাষাবাদ করতে না পেরে প্রায় অর্ধশত কৃষকের মাথায় হাত পড়েছে। জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া গ্রামের দশ একর কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে চলতি বছরের ইরি বোরো চাষাবাদ করতে পারেনি স্থানীয় কৃষকরা।

স্থানীয়ভাবে নির্মিত একটি বাঁধের কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে এই জমিগুলো। এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে এলাকায় নতুন করে কিছু বসত বাড়ি গড়ে উঠায় স্থানীয় শনির খালের দুই পাশ ভরাট হয়ে গেছে। খালটিতে পানি সরবরাহ না হওয়ায় সঠিক সময়ে চাষাবাদ করতে পারছে না চালিয়াপাড়া ও মানুরীর কৃষকরা।

কৃষক ইসমাইল, আরিফ, কামাল, লোকমান ও রশিদ মিয়া বলেন, আমাদের এই মাঠে ৫০ জন কৃষকের ফসলি জমি রয়েছে। বাঁধ তৈরি ও নতুন কিছু বাড়ির কারণে মাঠের বর্ষার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মাঠের স্কীম ম্যানেজার কৃষক রমজান আলী বলেন, ইতিমধ্যে আমরা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। এছাড়া কৃষি অফিস থেকে অফিসার সরেজমিনে গিয়ে জলাবদ্ধতা নিরসনে নির্দশনা দিলেও কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পাঠিয়েছি। পানি নিষ্কাশনের জটিলতা আশা করি থাকবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়