প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
আগামীর বাংলাদেশ হবে আরো সুন্দর
--------সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক
জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসা সনদ দেয়ার ক্ষেত্রে চিকিৎসককে তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রম আগের চেয়ে অনেক ভালোভাবে এগিয়ে চলছে। আমাদের সেবার কার্যক্রম শুধু সদরে নয় পুরো জেলায় এগিয়ে নিতে চাই।
তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে আরো সুন্দর। এ লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বেসরকারি কারা পরিদর্শক আবু নঈম পাটওয়ারী দুলাল, পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেল সুপার ফোরকান ওয়াহিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী শাহজাহান মিয়া, জেলা তথ্য অফিসার তপন চন্দ বেপারী, জেলা মহিলা বিষয়ক কর্মকতা নাছিমা আক্তার, জীবনদীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।
এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, বিচার বিভাগের বিচারক, প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ উপস্থিত সকল সদস্যকে বিচার বিভাগ চাঁদপুরের প্রকাশনা ২০২৪ সালের বর্ষপঞ্জি তুলে দেন।