রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরে বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ

বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের পথে

-------অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের পথে

পুলিশি বাধার কারণে চাঁদপুর শহরে বিএনপির কালো পতাকা মিছিল প- হয়ে গেছে। চিত্রলেখা মোড়স্থ সড়ক থেকে মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এই মিছিল হওয়ার কথা ছিল। এ সময় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতেই পুলিশ ফোর্স সেখানে অবস্থান নেয়। পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এ পরিস্থিতিতে সাংবাদিকদের সাথে কথা বলে চলে যান।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমরা চাঁদপুর জেলা সদরে শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। প্রোগ্রামের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে কালো পতাকা মিছিল যখন শুরু হবে তখনই পুলিশ বাধা দেয়। তিনি বলেন, পুলিশের অতি উৎসাহী সদস্যর এবং ভারতের কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের পথে।

আমাদের রাজনৈতিক কর্মসূচি পালনেও পুলিশ বাধা দিচ্ছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি জানান, রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশি বাধা দিয়েছে। এই কর্মসূচি পালন করা আমাদের রাজনৈতিক অধিকার। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ৩০ জানুয়ারি সারাদেশে ‘কালো পতাকা’ মিছিল করার কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি।

‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এই কর্মসূচি দিয়েছে। সে সুবাদে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি যৌথভাবে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করে। কর্মসূচি পালনের জন্য দলীয় নেতাকর্মীরা শহরের চিত্রলেখা মোড়স্থ হাজী মহসিন সড়কে জড়ো হচ্ছিল। এই কর্মসূচিকে ঘিরে সেখানে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়