প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় নিখোঁজের একদিন পর অটোচালকের লাশ উদ্ধার
কচুয়ায় নিখোঁজের একদিন পর সাব্বির হোসেন (১৮) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল-আলিয়ারা সড়কের উত্তর সেঙ্গুয়া খালের পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে থানা পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। সাব্বির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে নানা জিলানীর বাড়িতে মা জাহানারা বেগমকে নিয়ে বসবাস করতো।
মা জাহানারা বেগম জানান, সাব্বির বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজার পর তাকে না পেয়ে রাতেই থানায় অবহিত করা হয়। বৃহস্পতিবার সকালে সাব্বিরের মা জাহানারা বেগম কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।