রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

মতলব আর মতলব থাকবে না, মিনি সিঙ্গাপুরে পরিণত হবে

--------মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি

মাহবুব আলম লাভলু ॥
মতলব আর মতলব থাকবে না, মিনি সিঙ্গাপুরে পরিণত হবে

গত ৫ বছরে মতলবে যে উন্নয়ন হয়েছে, আগামী ৫ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন হবে। মতলবে গত বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি, এবার উন্নয়ন হবে। মতলব আর মতলব থাকবে না, মিনি সিঙ্গাপুরে পরিণত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ২৫ জানুয়ারি তাঁর নিজ বাড়ি মতলব উত্তরের মোহনপুরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, মতলববাসীর দীর্ঘদিনের দাবি মতলব-গজারিয়া সেতু নির্মাণ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যতদ্রুত সম্ভব এই সেতু নির্মাণ করা হবে। মতলবের আরো ছোট বড় যত রকমের অসমাপ্ত কাজ আছে তা পর্যায়ক্রমে করা হবে।

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম চান্দু, আওয়ামী লীগ নেতা হানিফ দর্জি, বোরহান চৌধুরী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুল, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম সেলিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা যুবলীগ নেতা হাসান মোর্শেদ চৌধুরী আহার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি লাভলু মিয়া, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরীর প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়