রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই

-----ড. সেলিম মাহমুদ এমপি

মেহেদী হাসান ॥
দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই

চাঁদপুর-১ (কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া তথা দেশের মানুষ ভোট প্রদানের মাধ্যমে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। বিশেষ করে স্বাধীনতার পক্ষে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশকে রক্ষা করেছেন। নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন। ৭ জানুয়ারি ভোট দেয়ার মাধ্যমে আপনারা কথা রেখেছেন। যে আশা ও বিশ্বাস নিয়ে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সকলের মতামতের ভিত্তিতে এই কচুয়াকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেবো। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার কচুয়া উপজেলার রাগদৈল উচ্চ বিদ্যালয় মাঠে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন।

সাচার ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ আরো অনেকে। একইদিনে ড. সেলিম মাহমুদ এমপি বারৈয়ারা, সাচার, মাঝিগাছা, বিতারা, তেতৈয়া, কচুয়াসহ বিভিন্ন স্থানে ১২ হাজার কম্বল বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়