রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বার কারাগারে

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বার কারাগারে

আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তারকে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুরের বিচারিক আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১নং আসামী মোহাম্মদ শাহজাহান মাস্টার ও ২নং আসামী আব্দুস সাত্তারের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন এবং বাকি আসামীদের জামিন প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির জানান, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে মামলা (সিআর নং ৪৪০/২৩) দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মোঃ আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।

পিবিআই চাঁদপুরের পরিদর্শক পুলক বড়ুয়া জানান, আদালত কর্তৃক মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে ব্যাপক তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেন তার স্ত্রীকে বেআইনীভাবে আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেই।

মামলার বাদী আলমগীর হোসেন জানান, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ২৫ জানুয়ারি বৃহস্পতিবার আদালত মামলাটির শুনানির দিন ধার্য করে। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মাস্টার ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তারের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, মোহাম্মদ শাহজাহান চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়