প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ডাঃ মাহাবুবুর রহমান রোটারী ডিস্ট্রিক্টের ডেপুটি গভর্নর মনোনীত
আন্তজার্তিক সেবামূলক সংগঠন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর মনোনীত হয়েছেন মতলব রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান ডাঃ একেএম মাহাবুবুর রহমান।
আগামী ১ জুলাই ২০২৪ থেকে তিনি এক বছরের জন্যে ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বছর তিনি অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত করায় রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের গভর্নর (২০২৪-২৫) এ.এইচ.এম. ফয়সাল আহম্মদ, রোটারিয়ান পিডিজি ড. মনজুরুল হক চৌধুরী, রোটারিয়ান পিডিজি ড. বেলাল উদ্দিন আহম্মদ, পাস্ট ডিস্ট্রিক সেক্রেটারী রোটারিয়ান পি.পি. জালাল উদ্দিন বাবলু, পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মফিজ উদ্দিন সরকার, সিওজি মেম্বার্স, ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ ও সকল রোটারিয়ানের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি মহান আল্লাহতায়লার নিকট শোকরিয়া আদায় করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিক, সুন্দর ও সুচারুরূপে পালন করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রোটারিয়ান সিপি ডাঃ একেএম মাহাবুবুর রহমান বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি রোটার্যাক্ট ক্লাব অব মতলব-এর এডভাইজার ও স্যাক্রেড হার্ট ভলান্টারি ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা।