প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাইমচরে শত কেজি জাটকা জব্দ ॥ ব্যবসায়ীর অর্থদণ্ড
হাইমচরে চলমান জাটকা রক্ষা অভিযানে বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে ১০০ কেজি জাটকা জব্দ এবং মোহাম্মদ হাসান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ জানুয়ারি বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
অর্থদণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী হাসান পাশর্^বর্তী ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ল্যাওরা গ্রামের আমির হোসেন সরদারের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ।
তিনি বলেন, আজ সকালে মেঘনা নদীর হাইমচর ঈশানবালা কমডেকা মাঠ সংলগ্ন বেড়িবাঁধ এলাকা হতে আনুমানিক ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা পরিবহনের দায়ে জাটকা ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো উপজেলা প্রাঙ্গণে এতিমখানা, গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ এমদাদুল ইসলাম।