প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
অধ্যক্ষের সামনে শিক্ষকদের মারামারি ॥ শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ক্লাসে যাওয়া নিয়ে অধ্যক্ষের সামনে দুই শিক্ষকের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষকদ্বয়ের বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। ২৫ জানুয়ারি বুধবার ঘটনাটি ঘটে হাজীগঞ্জের রামচন্দ্রপুর কাশেমিয়া ফাজিল মাদ্রাসায়।
শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মাদ্রাসার প্রভাষক দিদার হোসেনকে ক্লাস নিতে তাগিদ দেন অধ্যক্ষ। এ নিয়ে অধ্যক্ষের কক্ষে সাথে কিছুটা মনোমালিন্যে জড়ান দিদার হোসেন। এ সময় ইংরেজি শিক্ষক হাছান অধ্যক্ষের রুমে ঢুকে দিদার হোসেনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর মধ্যে শিক্ষকদ্বয়ের হাতাহাতি অধ্যক্ষের রুম ছাড়িয়ে মাদ্রাসার বাইরে বারান্দায় এসে গড়ায়। তখন এই হাতাহাতি বন্ধ করতে অন্য শিক্ষকরা ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। হাতাহাতির ঘটনায় শিক্ষক দিদার হোসেন আহত হন।
এ ঘটনার পরের দিন ২৫ জানুয়ারি বুধবার সকালে দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবিতে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্লাস বর্জন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদ সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
মূল ঘটনা কী ঘটেছে জানতে যোগাযোগ করা হলে মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ শামছুদ্দিন জানান, আমরা দুই শিক্ষককে শোকজ করেছি।
এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এমএ হাসেম হাসু বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। শিক্ষকদের এমন অশালীন আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেয়ার পর শিক্ষার্থীরা দুপুরের মধ্যে ক্লাসে ফিরে।