প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
জৈনপুর এক্সপ্রেস বাস চুরির চেষ্টা
২২ জানুয়ারি রাতে রাজারগাঁও-মহামায়া রূটে চলাচলকারী জৈনপুর এক্সপ্রেসের একটি বাস চুরির চেষ্টা করে চোরচক্র। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে রাজারগাঁও-মহামায়া রাস্তার উপরে বাস রেখে চোরচক্র পালিয়ে যায়। ভোররাতে এলাকাবাসী বাসের মালিকপক্ষকে খবর দিলে বাস ড্রাইভার মোঃ সোহেল ও লাইনম্যান মোঃ মাসুদ সকালে এসে বাসটি শনাক্ত করে নিয়ে যায়।
বাসচালক বলেন, ২২ জানুয়ারি রাত ৯টায় বাবুরহাট সংলগ্ন শারমিন ফিলিং স্টেশনে বাসটি রেখে আমরা চলে যাই। রাত ২টার সময় ফিলিং স্টেশনের নাইটগার্ড কল করে জানায়, আপনাদের গাড়ি কে বা কারা নিয়ে গেছে। খবর পেয়ে আমরা বিভিন্ন রাস্তার মুখে অবস্থান নেই। ভোর ৫টার সময় রাজারগাঁও এলাকার এক ব্যক্তি মুঠোফোনে আমাদেরকে গাড়িটির অবস্থানের কথা জানান। এসে দেখি চোরচক্র বেপরোয়া চালিয়ে বাসের ক্ষতি সাধন করেছে। তারা দুঃখ করে বলেন, বেপরোয়া বাস চালিয়ে চোরচক্র বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির ক্ষতি করেছে। এই দায়ভারও আমাদেরকে নিতে হবে।