প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
অধ্যক্ষ হাজী মোঃ আব্দুল ওহাবের ইন্তেকাল
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শোক
বিশিষ্ট আলেমে দ্বীন রাজারগাঁও ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওঃ মোঃ আব্দুল ওহাব (১০৩) ২৩ জানুয়ারি ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে ৪ ছেলে, মেয়েসহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন মাগরিব নামাজের পরে রাজারগাঁও বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান। জানাজার পূর্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান, চাঁদপুর জেলা জমিয়তে হিজবুল্লার সভাপতি মাওঃ সাইফুদ্দিন খন্দকার, চান্দ্রা নূরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল, বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, নেছারাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নাজিম উদ্দিন, বাকিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওমর ফারুক, মাদ্রাসার সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান, মোঃ আঃ হান্নান পাটওয়ারী, মরহুমের নাতি মাওঃ মোঃ তানজিম আহম্মেদ প্রমুখ। জানাজায় হাজীগঞ্জ উপজেলার সকল মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
রাজারগাঁও মাদ্রাসার সাবেক অধ্যক্ষের মৃত্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারী শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন। রাজারগাঁও ফাযিল মাদ্রাসার কর্মচারী ও গভনিংবডির সদস্য, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, ছালেহাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, বলাখাল মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, বাকিলা মাদ্রসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, কালচোঁ মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, বেলচোঁ মাদ্রসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, রামচন্দ্রপুর মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, কাপাইকাপ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, কর্মচারীসহ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করছেন।