প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুর শহরের মুন্সেফপাড়ার ভাড়াটিয়া বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে নিলয় সাহা (১৯) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি দুপুরের পর এই ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পরপরই তাকে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই জাকির হোসেন হাসপাতাল চত্বরে আসেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ চাঁদপুর সদর মডেল থানায় প্রেরণ করেন। মৃত নিলয় সাহার পিতা স্বরূপ কুমার সাহা বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন, ভারতসহ বহু জায়গায় চিকিৎসা করার পরও অবস্থার তেমন উন্নতি হয়নি। ছেলের মৃত্যুর ব্যাপারে কারো প্রতি তার কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরসহ অন্ত্যেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করার জন্যে তিনি চাঁদপুর এডিএম বরাবর আবেদন করেছেন বলেও জানা যায়। এক ভাই এক বোনের মধ্যে মৃত নিলয় বাবা মায়ের প্রথম সন্তান।