প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ সরকারি অন্যান্য সম্পত্তি বিনষ্টকরণের প্রতিবাদ ও হামলায় জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সহকারী চিকিৎসক, সেবিকা ও অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মধ্যরাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চার বন্ধুর মৃত্যু হয়। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের চিকিৎসা ঠিকমতো হয়নি অভিযোগ তুলে হাসপাতাল কমপ্লেক্স, ইমার্জেন্সি রুম, চিকিৎসক কোয়ার্টার, নার্সিং কোয়ার্টার, ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় ২০ জানুয়ারি রাতে একটি মামলা হয়েছে।