রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

২২৫ কৃষক পেলেন পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ

স্টাফ রিপোর্টার ॥
২২৫ কৃষক পেলেন পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ

চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২২৫ জন কৃষক- কৃষাণীর মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার তপন রায়। এ সময় চাঁদপুর সদর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইফতেখার নাঈম ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এ অনাবাদি জমির প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে আমরা কাজ করছি। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ২৪ প্রকারের সবজি বীজ, সার, বীজ সংরক্ষণ পাত্র, পানির ঝাঝরি, বেড়া দেয়ার জাল ও সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। ফলে কৃষক সারা বছর সবজি আবাদের মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মেটাতে পারবেন। সেই সাথে বাড়তি সবজি বাজারে বিক্রি করে আর্থিক আয় করতে পারবেন। সেই লক্ষ্যে সারা বছরব্যাপী প্রতি মৌসুমেই চাষ উপযোগী বীজ ও সার দেয়া হয়েছে। এই মৌসুমে ডাটা শাক, লালশাক, পুঁইশাক, গীমা কলমি, ধুন্দল, মিষ্টিকুমড়া, চালকুমড়া। এছাড়া আম, বড়ই, পেয়ারা, লেবুসহ বিভিন্ন ফলের ১০টি করে চারা দেয়া হয়েছে। এসব চারা রোপণের মাধ্যমে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন এ কৃষক পরিবারগুলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়