প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিএনপি নেতৃদ্বয়ের মৃত্যুতে এসএ সুলতান টিটোর শোক
চাঁদপুর জেলা বিএনপি ও বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি, চাঁদপুর সদরের সাবেক এমপি ফ্লাইট লেফটেন্যান্ট (অবঃ) এস এ সুলতান টিটো চাঁদপুরের দুজন বিএনপি নেতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, আমার দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক সহকর্মী ও বিশ্বস্ত নেতা কাজী গোলাম মোস্তফা (সাবেক ভিপি, চাঁদপুর সরকারি কলেজ) ও অ্যাডভোকেট মিজানুর রহমান (সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি)-এর অকাল মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত। আমি তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি, বিএনপি দুজন আদর্শপরায়ণ ত্যাগী নেতাকে হারালো, যাদের শূন্যতা সহজে পূরণ হবার নয়।