প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মিজানুর রহমানের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকাল সোয়া ১১টায় জেলা জজ আদালতে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অ্যাডঃ জাবির হোসেন ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আঃ গফুর। এ সময় বিচার বিভাগের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ফুলকোর্ট রেভারেন্স শেষে দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন।
শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী, অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, অ্যাডঃ মজিবুর রহমান (২), অ্যাডঃ নাজিমুল্লাহ বাপ্পী, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, অ্যাডঃ মনিরা বেগম চৌধুরী, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ শাহ-আলম (২) ও অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী।
উল্লেখ্য, আলহাজ্ব মিজানুর রহমান চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৯৩ সালের ২৬ এপ্রিল যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির নিয়মিত সদস্য ছিলেন। তিনি রোববার রাত ১০টা ৫০ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহে.... রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। সোমবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।