রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

জেলা উন্নয়ন সমন্বয় সভা

কমিটির সদস্যদের অনুপস্থিতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশসহ জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার ॥
কমিটির সদস্যদের অনুপস্থিতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশসহ জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা

চাঁদপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিনিধিদের অনুপস্থিতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশসহ জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সভায় সকল দপ্তরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত সমূহ পর্যালোচনা এবং উন্মুক্ত আলোচনা হয়।

চাঁদপুর শিশু পরিবারে জেলা পরিষদের অর্থায়নে শিশু পার্ক নির্মাণ কাজ শুরু করার জন্যে বিগত ক’মাস পূর্বে সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু এখনো কাজ শুরুই করা যায়নি। এ ব্যাপারে সভার সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্রর প্রতি অসন্তোষ জানান এবং আগামী সভার পূর্বে কাজ সম্পন্ন করার জন্যে বলেন। উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও চাঁদপুর জেলার সাতটি পৌরসভার কোনো মেয়র সভায় উপস্থিত থাকেননি। অনুপস্থিতির জন্যে সভায় অসন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এমন সভায় উপস্থিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সরকারকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

সভায় চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুৎ খুঁটি থেকে ডিশ এবং ওয়াইফাই লাইন না সরানোর কারণে বিদ্যুতের খুঁটি স্থানান্তর ও উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সভার সভাপতি ও জেলা প্রশাসক বিদ্যুৎ বিভাগকে এসব তার কেটে ফেলার জন্যে বলেন।

নির্বাহী প্রকৌশলী আরো জানান, খুব সহসাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিদ্যুতের ডাবল লাইন স্থাপনের কাজ শেষ হবে। এতে হাসপাতালে রোগীরা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা পাবেন।

সভায় চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাইমচরে বর্তমানে ৮ লাখ গবাদি পশু আছে বলে জানান। জেলা প্রশাসক এই তথ্যে বিস্ময় প্রকাশ করেন এবং এই তথ্য সঠিক নয় বলে জানান।

সভায় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটাওয়ারী জানান, শরিয়তপুর জেলার ঘোষের হাটের ভূমিদস্যু জোরদার খোকা বেপারী গং হাইমচর উপজেলার বাহের চরের শত শত একর জমির ফসল কেটে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি পুলিশ ফাঁড়ি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলার বিভিন্ন দপ্তর প্রধান/প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়