প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
সিলিন্ডার গ্যাসের দাম বাড়তি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরে যৌথ অভিযানে সিলিন্ডার গ্যাসের দাম বাড়তি রাখায় এবং মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ১৯ জানুয়ারি শহরের স্টেডিয়াম রোড, ৫নং ঘাট পালবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নূরুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর ও কৃষি বিপনন অফিস চাঁদপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা পুলিশ টিম সহযোগিতা করে।