প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাইমচরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডাঃ দীপু মনি
চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান হাইমচর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এই হাইমচরও সেভাবে এগিয়েছে। হাইমচর একসময় অবহেলিত ছিল। এখন নদী রক্ষা বাঁধ ও নানা উন্নয়ন কাজের কারণে এ উপজেলা সমৃদ্ধ হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছেন, সেজন্যে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুর্গাপুর উচ্চ বিদ্যালয় নূর হোসেন মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বকাউল, হাফিজ আহমেদ, জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম বাশার, হুমায়ুন পাটওয়ারী, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, মাকসুদ আলম খান, ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, সাউদ আল নাসের প্রমুখ।