প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার প্রীতিভোজে পুলিশ সুপারের অংশগ্রহণ
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে সদর মডেল থানায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
প্রীতিভোজ শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি অফিসার ও ফোর্সদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারকে চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম।