রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

আব্দুল করিম পাটোয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার ॥
আব্দুল করিম পাটোয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী কাল

আগামীকাল ২১ জানুয়ারি রোববার চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, গণপরিষদের সাবেক সদস্য ও চাঁদপুর পৌরসভার দুইবারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী।

তিনি চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারের একজন নির্মোহ, নিরহঙ্কার অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।

২০০০ সালের এইদিন ভোর ৬টা ৩৫ মিনিটে আব্দুল করিম পাটোয়ারী চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। চাঁদপুরের স্মরণাতীতকালের এ বিশাল জানাজা শেষে তাঁর বাড়ির সামনে পাটোয়ারী বাড়ি মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

আগামীকাল ২১ জানুয়ারি রোববার মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরের তালতলাস্থ পাটোয়ারী বাড়িতে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল থেকে কোরআন খতম, বাদ আছর পাটোয়ারী বাড়ি জামে মসজিদ দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত। দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী-সমর্থক এবং সর্বস্তরের মানুষজনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়