রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

--------যুগ্ম সচিব হাবিবুর রহমান

ফরিদগঞ্জ ব্যুরো ॥
বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমাদের এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৫ লাখ মানুষের বাস। এর মধ্যে শিক্ষিত ও শিক্ষাবঞ্চিত প্রায় কয়েক হাজার যুবক রয়েছে। এ যুবকরা সুযোগের সন্ধানে রয়েছেন। সুযোগ পেলে তারা মেধা ও শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের হাল ধরতে পারবেন। ফলে তাদের পরিবারের দারিদ্র্যতা দূর হয়ে যাবে।

তিনি আরো বলেন, আমরা যারা সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্বরত ও শিল্পপ্রতিষ্ঠানে রয়েছি সকলের উচিত যার যার সাধ্যমতো বেকার যুবকদের কাজে লাগানো। কর্মসংস্থান না থাকায় যুবকরা বিভিন্নভাবে বিপদগ্রস্ত হচ্ছে। তাই আমি আমার অবস্থান থেকে যুবকদের কর্মসস্থানের জন্যে উদ্যোগ গ্রহণ করেছি।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠানের সভাপ্রধানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নূরুন্নবী নোমান, বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, চান্দ্রাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহসান হাবীব নেভী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দুলাল বকাউল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বাকি বিল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়