প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া সংগঠক অসীম মিশ্র আর বেঁচে নেই
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক, পুরাণবাজার নিতাইগঞ্জ সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ও পল্লী চিকিৎসক অসীম কুমার মিশ্র আর বেঁচে নেই। তিনি ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় ঠাণ্ডা ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর ফেমাস স্পেশালাইজ্ড হাসপাতলের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, বোন, ভগ্নিপতি, ভাগিনা-ভাগ্নিসহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাতে অসীম কুমার মিশ্রের শেষকৃত্য অনুষ্ঠান চাঁদপুর পৌর মহাশ্মশানে সম্পন্ন হয়। তিনি পুরাণবাজারস্থ নিতাইগঞ্জের স্বনামধন্য পল্লী চিকিৎসক প্রয়াত আশুতোষ মিশ্রের একমাত্র সন্তান। তিনি চাঁদপুর শহরের অনেকেরই পরিচিতজন ছিলেন। করোনার সময় তিনি অসংখ্য রোগীকে চিকিৎসা সেবা দিয়ে বেশ প্রশংসিত হন।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপসহ বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ তার নিতাইগঞ্জের বাসভবনে শেষ বিদায় বেলায় তাকে একনজর দেখতে যান।
অসীম মিশ্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দ। এছাড়া শোক জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কর্মকর্তাবৃন্দ, নিতাইগঞ্জ সার্বজনীন পূজা ও মন্দির কমিটির সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার শোক
চাঁদপুরের সাবেক ফুটবলার ও ক্রিকেটার ডাঃ অসীম মিশ্রের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। এক শোক বার্তায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান, সহ-সভাপতি ও পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ কার্যকরী কমিটির সকলেই সাবেক এ খেলোয়াড়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাবেক এ খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে অত্যন্ত সুনামের সাথে খেলাধুলা করেছেন। তিনি চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকার একজন জনপ্রিয় ডাক্তার ছিলেন। উল্লেখ্য, সাবেক খেলোয়াড় ডাক্তার অসীম মিশ্র বৃহস্পতিবার দুপুরে হসপিটালে মারা যান।
অসীম মিশ্রের মৃত্যুতে মোস্তফা মুকুলের শোক
চাঁদপুরের সাবেক ফুটবলার ও ক্রিকেটার নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের অলরাউন্ডার ডাক্তার অসীম মিশ্রের মৃত্যুতে শোক জানিয়েছেন আমেরিকা প্রবাসী চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা হোসেন মুকুল।
এক শোক বার্তায় তিনি বলেন, অসীম আমার সাথে চাঁদপুরসহ অনেক জায়গায় একসাথে অনেক ম্যাচ খেলেছেন। সে খেলা ছেড়ে দেওয়ার পর চিকিৎসা সেবায় মানুষের সেবক ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।