প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন
চাঁদপুর-৩ আসনের টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি দুইদিনের সফরে আজ চাঁদপুরে আসছেন। তিনি আজ এবং আগামীকাল তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর ও হাইমচরে দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রেরিত প্রোগ্রামসূচি থেকে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর ঢাকার হেয়ার রোডস্থ বাসা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন। ১১টায় তিনি সার্কিট হাউজে এসে উপস্থিত হবেন। সাড়ে ১১টায় চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে চাঁদপুর উইমেন্স চেম্বার অব কমার্সের আয়োজনে মেলার উদ্বোধন করবেন তিনি। দুপুর পৌনে ২টায় তিনি হাইমচরের উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল তিনটায় হাইমচর দুর্গাপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলার নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর প্রেসক্লাবে প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যা ৭টায় তিনি জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তাঁর বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরদিন সকাল ১০টায় মন্ত্রী সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের সকল কেন্দ্র কমিটির সাথে আলাদা আলাদা শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর আড়াইটায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।