প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড
পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সাথে কর্তব্য পালনের তাগিদ
চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমার নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ড দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
এরপর পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জগণের করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সাথে কর্তব্য পালনের বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।