প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
এক রাতেই ১২ আসামি গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ
শাহরাস্তি থানা পুলিশের অভিযানে এক রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৮ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ২ জনসহ মোট ১২ জন আসামি রয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এসআই মোঃ রোকন উদ্দিন, ঈমাম হোসেন, এসআই মোঃ নুরুল আনোয়ার, এএসআই মোঃ দিদার হোসেন, আতাউর রহমান, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-২৫০/২২ (শাহরাস্তি) এস/সি-৬১৩/২২-এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ মিজানুর রহমান (পিতা সফিকুর রহমান, সাং-কাজিরকাপ (কোনার বাড়ি), ওয়ার্ড নং-০৬), ননজিআর-১০/২৩-এর আসামি লিপি আক্তার (২০) (পিতা দুলাল মিয়া), আম্বিয়া বেগম (৪০) (স্বামী দুলাল মিয়া), নূর মোহাম্মদ (৬৫) (পিতা মৃত আবুল খায়ের), দুলাল মিয়া (৫৫) (পিতা মুনছুর আহম্মদ, সর্ব সাং-নরসিংপুর), সিআর-২৯০/২০২৩ (শাহরাস্তি)-এর আসামী রিনা আক্তার (পতি শাখাওয়াত উল্যা, সাং-বলশিদ, ছৈয়াল বাড়ি), জিআর-৩১২/১৯ (শাহরাস্তি)-এর আসামী মোঃ সাহাব উদ্দিন (পিতা মৃত আব্দুল হক, মাতা মনছুরা বেগম, সাং-দেবকরা, দুলুর বাড়ি), জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি)-এর আসামী নবির হোসেন (পিতা নুরুজ্জামান, সাং-দোপল্লা, শেখ বাড়ি), জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি)-এর আসামী শফিকুল ইসলাম (পিতা তাজুল ইসলাম, সাং-প্রসন্নপুর, নুরু মাস্টারের বাড়ি), জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি)-এর আসামী সুমী (স্বামী মোঃ স্বপন, সাং-রাঢ়া, বেপারী বাড়ি), সর্বথানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং- ০৮/০১/২০২৪, ধারা-১৫(১) ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪; তৎসহ ৩২৩/৩৫৩/১৮৬/৪২৭ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৮২ (১)-এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৪৪) (পিতা মৃত শফি উল্লাহ, সাং-শোরসাক) এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬, তারিখ ১০ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৬, তারিখণ্ড ১০ জানুয়ারি, ২০২৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আসামী মোঃ হেলাল হোসেন (৩২) (পিতা ইব্রাহিম খলিল, মাতা সুরাইয়া বেগম, সাং-দৈকামতা, পাঁচু জমাদ্দার বাড়ি, থানা-শাহরাস্তি, জেলা চাঁদপুরকে গ্রেফতার করেন। ১০ জানুয়ারি গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।