প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
হার না মানা আঃ ছাত্তার গাজী
আঃ ছাত্তার গাজী (৪০) জন্ম থেকেই প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি নয়, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে নিয়ে তার সংসার। ভাড়া রিক্সা চালিয়ে কোনো রকমে তার সংসার চলে। তিনি জানান, একটা রিকশা কিনতে পারলে আয় আরো ভালো হতো।
আমাদের সমাজে অনেক দানশীল ব্যক্তি রয়েছেন যাদের একটু সহায়তায় প্রতিবন্ধী আঃ ছাত্তার পেতে পারেন একটি রিকশা। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।