প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আজ রোববার ও কাল সোমবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। নবম দফার এ অবরোধ আগামী ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। গত বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ প- হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।
গত সপ্তাহের বুধবার দলটির ডাকে অষ্টম দফায় অবরোধ পালিত হয়। পরের দিন বৃহস্পতিবার পালিত হয় হরতাল। শুক্র ও শনি বিরতি দিয়ে ফের অবরোধ ডাকা হয়েছে।