সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করেছে। গত ১ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে : পরানপুর প্রধানীয়া বাড়ীর আব্দুল কাদেরের ছেলে জহিরুল ইসলাম (৪০), কুটিয়া-লক্ষ্মীপুর গ্রামের সোহাগের বাড়ির মৃত আবুল কালাম আজাদের মেয়ে সুখি বেগম (রিয়া) (৩০), ডুমুরিয়া খামার বাড়ির নূরুল ইসলামের ছেলে সুমন (৩৮), তারাপাল্লা বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে জহিরুল ইসলাম (৩২), নোয়াগাঁও গ্রামের আনোয়ারের স্ত্রী হাসিনা বেগম (৪০), শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ির মৃত আবুল খায়ের মাস্টারের ছেলে মোঃ নিজাম উদ্দিন রাজন (৩৫), কড়ইয়া বেপারী বাড়ির জামাল হোসেনের ছেলে আল-আমিন রানা (২২), একই বাড়ির আবু তাহেরের ছেলে মোঃ নাহিদ হোসেন (২১), হাতিরবন গ্রামের দৌলত মিয়ার ছেলে রিপন (২৬), শ্রীরামপুর কর্মকার বাড়ির মৃত সুবল কর্মকারের ছেলে প্রদীপ কর্মকার (৩৩) ও করইশ প্রধানীয়া বাড়ির ছাদেক মিয়ার ছেলে মহসিন (২৭)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়