সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদগঞ্জসহ দুই আসনে লড়ছেন সাবেক এমপি ড. সামছুল হক ভূঁইয়া
ফরিদগঞ্জ ব্যুরো ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ঘোষণার পর চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন ছাড়াও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ইতিপূর্বে তিনি দুটি আসন থেকেই নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হন। এছাড়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথমে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও পরে আইনি জটিলতার আশঙ্কা দেখা দেয়ায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দুবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমানকে মনোনয়ন দেয়া হয়। পরে শফিকুর রহমানকেই চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হলে তিনি বিজয় লাভ করেন।

এদিকে দলীয় মনোনয়ন না পেলেও আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের জন্যে ড. সামছুল হক ভূঁইয়া বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে ভোটার উপস্থিতি চান। নিশ্চয় আপনারা জেনেছেন নেত্রীসহ কেন্দ্রীয় নেতারা বলেছেন, কোনো নির্বাচনী আসন যেনো প্রতিদ্বন্দ্বিতাহীন না থাকে। সেজন্যে নেত্রীর গাইডলাইন অনুসারে চাঁদপুর-৩-এর মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ভোট দেয়ার, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে তারা যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি।

তিনি বলেন, আমি ইতিপূর্বে চাঁদপুর-৩ আসনে নির্বাচন করেছি। ১৯৭৫-পরবর্তীকালে এ আসনে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। তাই আমি এ আসনে মনোনয়ন দাখিল করাটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। কারণ আপনারা জানেন, সেখানে আমার অনেক নেতা-কর্মী রয়েছে। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আমি এমপি ছিলাম। সাধারণভাবেই আমাকে ফরিদগঞ্জে প্রত্যাশা করে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের আমি সভাপতি ছিলাম, সে কারণে প্রত্যেক উপজেলার সাথে আমার সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে পাশের উপজেলার সাথে। তাই আমি চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়