প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন গাজী ও ৩নং কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন গাজীর পিতা আব্দুর রশিদ গাজীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল ২৯ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।