সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০

বিএনএমর চমক অব্যাহত থাকবে

---------বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান

বিএনএমর চমক অব্যাহত থাকবে
প্রবীর চক্রবর্তী ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নিজের মনোনয়নপত্র সংগ্রহের কথা নিশ্চিত করে বলেন, বর্তমান কুলষিত রাজনীতির পরিবর্তে সুষ্ঠু ও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর নীতি ও আদর্শের অনুপ্রাণিত হয়ে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সেলিব্রেটি, ব্যবসায়ী, সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক যোগ্য লোকজন বিএনএমণ্ডএর পতাকা তলে আসছেন। এই ধারা বজায় রেখে চমক অব্যাহত থাকবে। কারণ আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দু হবে গঠনতান্ত্রিক এবং বাস্তবমুখী। সাধারণ মানুষকে কষ্ট এবং তাদের কর্মময় জীবনে ব্যত্যয় ঘটিয়ে কোনো রাজনীতি হতে পারে না। যুগ বদলেছে, এখন মানুষ একটু শান্তি চায়। বিএনএম সেই লক্ষ্যে এগিয়ে চলছে।

তিনি জানান, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের পর পর দুইবারের সাবেক সংসদ সদস্য এসএম শাফি মাহমুদ, শোবিজ জগতের জনপ্রিয় তারকা ডলি সায়ন্তনিসহ কয়েকজন তারকা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বেশ কজন সম্মানিত ব্যক্তি বিএনএমণ্ডএ যোগদান করেন। ইতিমধ্যেই আমরা তাদের দলীয় মনোনয়নের চিঠি এবং প্রতীক বরাদ্দের চিঠি দিয়ে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়েছি। আমার বিশ্বাস আমরা যেভাবে বর্ষীয়ান রাজনীতিবিদদের কাছ থেকে সাড়া পাচ্ছি, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা বড় ধরনের চমক দেখাতে সক্ষম হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়