প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০
পাঁচদিনের সফরে চাঁদপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার রাতে চাঁদপুরে পৌঁছেন এবং শহরের নিজ বাসভবনে রাত্রিযাপন করেন। তিনি আজ, কাল ও পরশু ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি দুপুর ১২টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে চাঁদপুর শহরস্থ বাসভবনের হলরুমে মতবিনিময় করবেন। পরদিন ২ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।