প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। এদের মধ্যে একজন ছিলেন করোনা পজিটিভ, অন্যরা ছিলেন করোনা সাসপেক্টেড। ১৭ আগস্ট দুপুর ২টা থেকে ১৮ আগস্ট দুপুর ২টার মধ্যে এঁরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তবে ১৮ আগস্ট সকালেই মারা যান চারজন। এরা হাসপাতালে ভর্তির ১০ থেকে ২৫ মিনিটের মধ্যেই মারা যান। জানা গেছে, এরা অক্সিজেনের স্যাচুরেশন এতো কম নিয়ে হাসপাতালে এসেছেন, যা ছিল খুবই সংকটাপন্ন অবস্থা। এ অবস্থায় তাদের চিকিৎসা দেয়ার তেমন সুযোগ ছিল না।
যে ছয়জন মারা গেছেন তারা হচ্ছেন : ফরিদগঞ্জের তরজিরান্তি গ্রামের আঃ রশিদ (৭০), একই উপজেলার শ্রীকালিয়া গ্রামের হাজী ইব্রাহিম (৭৫), চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ কুমুরুয়া গ্রামের আঃ রশিদ (১০০), হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবুল বাশার (৭৬), মেনাপুর গ্রামের নূরজাহান (৪৫) ও মতলব দক্ষিণ উপজেলার মাকসুদা (৭০)। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ফরিদগঞ্জের আঃ রশিদ।