প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
‘হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক্’ গঠন করা হয়েছে। সম্প্রতি আমেরিকায় এ ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। মূলত হাজীগঞ্জের বাসিন্দাদের যে কোনো ধরনের মহামারীসহ দুঃস্থ অসহায়দের সহায়তার উদ্দেশ্যে সংগঠনটি গঠন করা হয় বলে উদ্যোক্তারা চাঁদপুর কণ্ঠকে জানান।
১২ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক আবুল বাসার (সেন্দ্রা), যুগ্ম আহ্বায়ক শহীদ আহম্মেদ (তারাপল্লা), সদস্য সচিব মামুনুর রহমান মজুমদার (সাবেক চেয়ারম্যান ৫নং সদর ইউপি, মৈসাইদ), যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান (বলাখাল), সদস্য : আহনাফ আলম (বলাখাল), সাহাদাত মজুমদার (মাড়ামুড়া), মানিকুর রহমান (বলাখাল), আবু বকর (বাউড়া), নজরুল ইসলাম (বেতিয়াপাড়া), সাইফুল ইসলাম রিপন (বাড্ডা), মনির হোসেন (সুহিলপুর) ও আঃ রহমান (ধড্ডা)।
উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের প্রাদুর্ভাবে হাজীগঞ্জে প্রচুর করোনা রোগী বেড়ে যাওয়ার কারণে উক্ত সংগঠনের উদ্যোগে হাজীগঞ্জে মেডিকেল অক্সিজেন সিলিল্ডার ও উন্নত প্রযুক্তির কনসেনট্রেটর (যা বাতাস থেকে সরাসরি বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে) বিতরণ করা হয়েছে।