বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:১২

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার পেলেন চাঁদপুর কণ্ঠের মুহাম্মদ আরিফ বিল্লাহসহ ছয় সাংবাদিক

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার পেলেন চাঁদপুর কণ্ঠের মুহাম্মদ আরিফ বিল্লাহসহ ছয় সাংবাদিক
অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২৪ পেয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব দক্ষিণ উপজেলার নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহসহ ছয় সাংবাদিক।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

চাঁদপুর কণ্ঠে ধারাবাহিক প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন মুহাম্মদ আরিফ বিল্লাহ। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন : টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্যে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টুয়েন্টি ফোর-এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে দৈনিক ইলশেপাড় পত্রিকার মোহাম্মদ হাবীব উল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কমিটির সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক অ্যাড. মো. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীর চৌধুরী, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রাসেল প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. মো. শোয়ায়েব, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনূর রশিদ, শহর জামায়াতের আমীর অ্যাড. মো. শাহজাহান খান, প্রেসক্লাবের ২০২৫ সালের কমিটির সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ প্রেসক্লাবের কর্মকর্তা, সকল পর্যায়ের সদস্য, পেশাজীবী ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য আহম্মদ উল্লাহ ও লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।

আলোচনা পর্ব শেষে বিজয়ী প্রত্যেক সাংবাদিককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।

২০২৪ সালে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কারের জন্যে ৭০টি প্রতিবেদন জমা হয়। এর মধ্যে বাছাই করে জাতীয় সাংবাদিকদের মাধ্যমে জুরি বোর্ড গঠন করে বিচার কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে ৬জন বিজয়ী হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়