শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১৯

গুগল ম্যাপসে এসেছে নতুন সার্চ অপশন

তথ্য-প্রযুক্তি কণ্ঠ ডেস্ক
গুগল ম্যাপসে এসেছে নতুন সার্চ অপশন

গুগল ম্যাপসে আমার কত কী-ই না সেইভ বা সংরক্ষণ করে রাখি। কখনও কোনো লোকেশন ভালো লাগলে, বা কোনো রেস্টুরেন্টের খাবার পছন্দ হলে, কিংবা কোনো ক্যাফে, বুকস্টোর, ক্লাব বা শপ--আমাদের পছন্দের তালিকায় এমন অনেক কিছুই সংরক্ষিত থাকে গুগল ম্যাপসে। বিপত্তি ঘটে তখন, যখন পছন্দের তালিকাটি একটু বেশি-ই দীর্ঘ হয়ে যায়।

ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে গুগল এবার তাদের ম্যাপস সার্ভিসে সেইভ বা বুকমার্ক করে রাখা লোকেশনগুলোতেও সার্চ করার সুযোগ নিয়ে এসেছে।

সর্বপ্রথম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে গুগলবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল)। তারা জানায়, গুগলের ‘সেইভড’ ফিচারে এখন সার্চ করা যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই সেইভ বা বুকমার্ক করে রাখা বিভিন্ন লোকেশনের মধ্য থেকে কাঙ্ক্ষিত লোকেশনটি খুঁজে নিতে পারেন অনায়াসেই।

বিশেষ করে যারা প্রায়শই গুগল ম্যাপসে পছন্দের ক্যাফে, বার, রেস্টুরেন্ট, পার্ক, বুকস্টোর, লাইব্রেরি, ক্লাবের মতো বিভিন্ন লোকেশন সেইভ করে রাখেন, তাদের জন্যে দারুণ সহায়ক হবে নতুন এই ‘সার্চ’ ফিচার। কেননা বুকমার্কের লম্বা তালিকা থেকে নির্দিষ্ট ক্যাফে বা পার্কটি খুঁজে পেতে এখন আর সেইভ করে রাখা সব লোকেশন নেভিগেট করার প্রয়োজন পড়বে না।

আশ্চর্যের বিষয় হচ্ছে, সাধারণ এই সমাধানটি নিয়ে আসতে গুগলের এতো সময় লেগে গেলো।

গুগল ম্যাপসের সেইভড লোকেশনে সার্চ ফিচারটি ব্যবহার করবেন যেভাবে

ফিচারটি ব্যবহার করার জন্যে যেতে হবে গুগলের ‘সেইভড’ সেকশনে এবং সেখানে ম্যাগনিফায়িং গ্লাস সার্চ টুলটি ব্যবহার করতে হবে। যেমন ধরুন, আপনি যদি সেইভ করে রাখা একটি কফি শপ খুঁজে পেতে চান, তাহলে সার্চ সেকশনে কফি শপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেইভ করে রাখা কফি শপের তালিকা। এবার সেখান থেকে খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত কফি শপটি।

উল্লেখ্য, গুগল অ্যাকাউন্টের ‘সেইভড’ ফিচারটি ব্যবহার করে বিভিন্ন সাইট ও লোকেশন সংরক্ষণ করে রাখতে পারেন। এমনকি ধরণ অনুযায়ী কাস্টম লিস্টও (তালিকা) তৈরি করার সুযোগ রয়েছে গুগলে। তথ্যসূত্র : নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল), ম্যাশেবল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়