প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর নৌ পুলিশ পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ১১ জেলেকে আটক করেছে। এ সময় ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার নৌ থানা পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে এবং আমিরাবাদে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
নৌ পুলিশ সুপার কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, কারেন্ট জাল সারাবছরের জন্যে অবৈধ ঘোষণা করেছে সরকার। কিন্তু অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করে মাছের ক্ষতি করছে। তাই কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় চাঁদপুর নৌ থানা পুলিশ ও মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে জাল, নৌকাসহ আটক জেলেদের আইনের আওতায় আনা হয়েছে।
এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫(২)(খ) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।