বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০

৫০লাখ মিটার কারেন্ট জাল ও নৌকাসহ ১১ জেলে আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর নৌ পুলিশ পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ১১ জেলেকে আটক করেছে। এ সময় ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার নৌ থানা পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে এবং আমিরাবাদে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, কারেন্ট জাল সারাবছরের জন্যে অবৈধ ঘোষণা করেছে সরকার। কিন্তু অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করে মাছের ক্ষতি করছে। তাই কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় চাঁদপুর নৌ থানা পুলিশ ও মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে জাল, নৌকাসহ আটক জেলেদের আইনের আওতায় আনা হয়েছে।

এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫(২)(খ) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়