প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার প্রসিদ্ধ চিতোষী বাজারে সড়ক ও জনপথের জায়গা দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা স্থানীয়দের। রাতের আঁধারে অবৈধভাবে জায়গা দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, প্রায় বিশ বছর পূর্ব থেকে মুদাফ্ফরগঞ্জ-চিতোষী সড়কের পাশে চিতোষী বাজারে মৃত বিল্লাল হোসেনের ছেলে জামাল হোসেন পান দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি মৃত আফজাল মিয়ার ছেলে মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম উক্ত দোকান জোরপূর্বক দখলের চেষ্টা চালান। দখলের উদ্দেশ্যে রফিকুল ইসলাম ইট, বালু এনে প্রস্তুত রাখেন। বিষয়টি জানতে পেরে জামাল হোসেন উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। এই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ জানান, তিনি উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছেন, জায়গা দখল নিয়ে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্যে তিনি সবাইকে বলে দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন জানান, জামাল হোসেন বহু বছর ধরে এই দোকানে পান বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। সরকারের প্রয়োজনে জায়গা নিয়ে গেলে কোনো সমস্যা ছিলো না। কিন্তু অন্য কেউ জোর করে জায়গা দখল করবে তা মেনে নেয়া যায় না। জামাল হোসেন জানান, চিতোষী বাজারে আরো অনেক দোকান রয়েছে সড়ক ও জনপথের জায়গার উপর। সড়কের প্রয়োজনে আমি সরে যাবো, কিন্তু মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম জোর করে আমাকে উচ্ছেদ করতে চায়। আমি এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছি।