বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা ও দোয়া
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, দপ্তর ও প্রচার সম্পাদক, সাহিত্য প্রকাশনা সম্পাদক শওকত আলী, সদস্য মিজান লিটন ও এম আর ইসলাম বাবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতার জন্য এই দেশ স্বাধীন হয়েছে। সেই নেতার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তাঁর অকালে চলে যাওয়ায় আমরা অনেক কিছু হারিয়েছি। বঙ্গবন্ধু থাকলে এই দেশ আরো আগেই উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করা অনেক বড় বিষয়। তাঁকে জানতে হলে তাঁর ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া এই দেশে হাজারও নিদর্শন রয়েছে। তিনি থাকবেন আমাদের হৃদয়ে। তাঁর আদর্শকে লালন করে আমাদের চলতে হবে। বঙ্গবন্ধু মানেই একটি প্রতিষ্ঠান।

বক্তারা আরো বলেন, খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা বঙ্গমাতাসহ পরিবারের ১৮ জনকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এমন নির্মম নিষ্ঠুর হত্যাকা- দ্বিতীয়টি হয়নি। আজ তাঁর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সেখানে আমাদের সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে বেশি।

আলোচনা সভা শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়