প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, এবারের আগস্ট ভিন্নমাত্রা নিয়ে হাজির হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর এটি। এই স্মরণীয় বছরটিতে কোভিড-১৯-এর নির্দয় উপস্থিতি মহামারী রূপ ধারণ করে গোটা মানবজমিনকে কবরস্থানে পরিণত করেছে। এরই মধ্যে অর্ধকোটি মানুষ প্রাণ হারিয়েছেন। কোভিড-১৯ কোথায় গিয়ে ঠেকবে বা এর শেষ কোথায়, তা আল্লাহ রাব্বুল আলামিনই কেবল বলতে পারবেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাাণ্ডের বিচার হয়েছে, কতিপয় খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, খুনিদের কয়েকজন এখনো দেশের বাইরে বিভিন্ন দেশে আত্মগোপন করে আছে। কিন্তু বঙ্গবন্ধুর নেপথ্যের খুনি তথা খুনের পরিকল্পনাকারী রাজনৈতিক এবং প্রশাসনিক মুখোশধারীদের বিচার করা সম্ভব হয়নি। তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা চিহ্নিত নয় বলে রাজাকার-আলবদরদের মতো অনেকেই সমাজে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। তাই দাবি উঠেছে, উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে ওই বর্ণচোরা খুনিদের মুখোশ উন্মোচন করার। যাতে ওই খুনিদের নাম প্রকাশ্যে চলে আসে এবং বংশানুক্রমে সমাজে ঘৃণার পাত্র হয়ে থাকে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। যুবলীগের কার্যালয়ে রোববার সন্ধ্যায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদস্য অরূপ কর্মকার, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমদ মজুমদার। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।