প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
মতলব উত্তরে যুবলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা
প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
-------------------আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, খুনিরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ। কিন্তু না, রাখে আল্লাহ মারে কে। বর্তমান প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে বাংলাদেশের হাল ধরেন। প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গত ১৬ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
অ্যাডঃ নুরুল আমিন রুহুল বলেন, একদল বিপথগামী সেনা সদস্য ঈর্ষান্বিত হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় পুরোপুরি কার্যকর করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে সরকার প্রধানের কাছে অনুরোধ জানান তিনি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলমের শোক বার্তা পাঠ করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
আরো বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মোহনপুর পর্যটন লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, সদস্য আশরাফুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমুখ।