প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে গত দুইদিনে ৩৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৫ ও ১৬ আগস্ট এ দুদিনে ১২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৩ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ২৭ শতাংশ। এছাড়া এ দুদিনে করোনা পজিটিভ রোগী ৮১১ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। দুদিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩ জন। এ ৩ জনসহ জেলায় এ পর্যন্ত করোনা রোগীর মৃত্যুর সংখ্যা হচ্ছে ২২০ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
১৫ আগস্ট রোববার চাঁদপুর জেলায় ২২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন সংক্রমণের হার ছিলো ৩৩.৪৩ শতাংশ। এছাড়া এদিন সরকারি জেনারেল হাসপাতালে একজন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। রোববার ৩৬৫ জন করোনা পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
রোববার শনাক্ত হওয়া ২২৫ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ১১৭, হাইমচর ২, মতলব উত্তর ১৬, মতলব দক্ষিণ ৪, ফরিদগঞ্জ ২৭, হাজীগঞ্জ ২৫, কচুয়া ২৭ ও শাহরাস্তি উপজেলায় ৭ জন।
গতকাল সোমবার শনাক্ত হওয়া ১০৮ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ৫৮, মতলব উত্তর ২, মতলব দক্ষিণ ৪, ফরিদগঞ্জ ২৮, হাজীগঞ্জ ৪, কচুয়া ৪ ও শাহরাস্তি উপজেলায় ৮ জন। এদিন যে দুজন করোনা রোগী মারা গেছেন তাদের একজন মতলব দক্ষিণ উপজেলা দক্ষিণ ঘোড়াধারী গ্রামের, আরেকজন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকার। এদিকে দুদিনে শনাক্ত হওয়া ৩৩৩ জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ১৩৬১০ জন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৮৬৪ জন। চিকিৎসাধীন আছেন ২৫২৬ জন।