প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া ও কার্যকরী কমিটির সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জেলা প্রশাসককে সংগঠনের ইফতার মাহফিলের দাওয়াত প্রদান করেন।