প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল](/assets/news_photos/2023/04/01/image-31353.jpg)
সকল শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতিতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি এএইচএম আনোয়ার মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট হাজী কামরুল হাসান সাউদ, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ আউয়াল মিয়াজী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন তুলাতলি জামে মসজিদের ইমাম আনোয়ার হোসাইন আমিনী। ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।