বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

একইদিনে একশ’ বোমা নয়, শত উন্নয়ন উদ্বোধন দেখতে চাই
বিমল চৌধুরী ॥

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্যে উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চালিত, ২২-২৩ অর্থ বছরে চাঁদপুর সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (ত্রিপুরা) ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। গতকাল ৩১ মার্চ শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপবৃত্তি প্রদান করেন। মোট ২২২ জনকে উপবৃত্তির চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মূল লক্ষ্য পিছিয়েপড়া উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় যাতে সমাজের মূল ¯্রােতের সাথে এগিয়ে যেতে পারে, সেভাবে তাদেরকে শিক্ষা সহায়তা, শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, গৃহ প্রদান, কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, ঋণ প্রদান, ধর্মীয় উপাসনার উন্নয়নসহ বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা। বর্তমান সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সস্প্রদায়ের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। তারা জনপ্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হচ্ছেন।

পুলিশ প্রশাসনে সদ্য নিয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আজ সকল ক্ষেত্রে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হচ্ছে। সরকারের সক্রিয় সহযোগিতায় আজ দারিদ্র্যতা হ্রাস পেয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যুতায়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, তাদের কর্মমুখী করতে হাতে কলমে শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কিছু চিত্র তুলে ধরে বলেন, আমরা আর একইদিনে একশ’ বোমা ফাটানো দেখতে চাই না। আমরা একইদিনে একশ’ ব্রিজ, একশ’ সড়ক উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন দেখতে চাই।

তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য খাটতি দেখা দিলেও আমরা সে তুলনায় ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ও কৃষকের আন্তরিক প্রচেষ্টার কারণে আমাদের খাদ্য সঙ্কট নেই। তারপরও বলবো স্বল্প আয়ের মানুষের মাঝে কিছু হতাশা রয়েছে, সেই হতাশা বেশিদিন থাকবে না। আমরা সহসাই তা কাটিয়ে উঠতে সক্ষম হবো। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান শেখ হাসিনা সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার আহ্বান জানিয়ে বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমিয়েছে, সরকারের সম্পদ লুটপাট করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে তাদেরকে মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, আমরা আর আগুন সন্ত্রাসে ফিরে যেতে চাই না। শিক্ষামন্ত্রী সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন, ভোট আমাদের দেশে একটি উৎসবের মতো। আপনারা ভোট উৎসবে যোগ দিবেন এবং যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন। যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারবে তাদেরকেই নির্বাচিত করার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

সিএ মোঃ মামুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশর্^াদ মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার জেলা সভাপতি কর্ণরাজ ত্রিপুরা প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, জেলা জজকোর্টের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, মাসুদ আলম মিল্টন, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার কম্পিউটার কার্যালয়ের সমন্বয়কারী তানভির হোসেন, মন্ত্রী মহোদয়ের চাঁদপুরের প্রতিনিধি অ্যাডঃ সাইদুর রহমান বাবু, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি প্রবীর ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রাখাল চন্দ্র ত্রিপুরা, শিক্ষা সম্পাদক বাবুল ত্রিপুরা, উপদেষ্টা হিরা দেবব্রহ্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১০০ জন, ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৮০ জন, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৪২ জনসহ মোট ২২২ জন ছাত্র-ছাত্রীকে ২৪০০ টাকা করে ১১ লাখ ২৩ হাজার ২০০ টাকা উপবৃত্তি প্রদান করা হয়।

চাঁদপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রায় ৩শ’ পরিবার রয়েছে যার মধ্যে লোক সংখ্যা রয়েছে প্রায় ১৩শ’ মত। এদের জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষামন্ত্রীসহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা আন্তরিকতার সাথে কাজ করছেন বলে জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা অভিমত ব্যক্ত করেন।

চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্টি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়