প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![আজ রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মতিথি উৎসব](/assets/news_photos/2023/01/14/image-28370.jpg)
আজ ১৪ জানুয়ারি শনিবার চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে পালিত হবে যুগচার্য স্বামী বিবেকানন্দের ১৬১তম শুভ জন্মতিথি উৎসব। এ উপলক্ষে আজ আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টা হতে ক্রমান্বয়ে মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, ভজন ও স্তোত্রপাঠ, বিশেষ পূজা, হোম ও ভজন সঙ্গীত, স্বামীজির প্রতিকৃতিসহ আশ্রম পরিক্রমা ও পুষ্পাঞ্জলি প্রদান কার্যক্রম, বেলা সাড়ে ১১টায় স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় পুরাণবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মানব মিশ্র, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর-এর ইন্সট্রাক্টর শ্রী সৌরদীপ খাস্তগীরসহ বিদগ্ধ আলোচকবৃন্দ নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন এবং আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ, আরাত্রিক, প্রার্থনা ও ভজনসঙ্গীত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসমূহে সকলের উপস্থিতি কামনা করেছেন আশ্রম অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ।